Home শিরোনাম সিংড়ায় চাকুরি মেলায় প্রায় ৪হাজার সিভি জমা

সিংড়ায় চাকুরি মেলায় প্রায় ৪হাজার সিভি জমা

112
0
সিভি জমা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় শেষ হলো দূ’ দিনের চাকরি উৎসব। দুপুরে সরকারি গোল ই আফরোজ কলেজ ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় আইসিটি বিভাগের সচিব এ বি শামসুল আরেফিন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় দেশের শীর্ষস্থানীয় ২৭টি আইটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। দু’দিনে মোট ৩ হাজার ৬শ’ আইটি কর্মী চাকরির জন্য আবেদন বা রেজিষ্ট্রেশন করে। এর মধ্যে সাড়ে ৩ শ’ জনকে চাকরি উৎসবে চাকুরি দেয়া হয়। পরে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী পলক বলেন, আগামী ৬ মাসে দেশের ৪৩ জেলায় ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হবে। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

Previous articleপাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা: প্রাণ গেল দুই যুবকের
Next articleআমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি-আফরোজা আব্বাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here