Home শিরোনাম সিংড়ায় চালু হলো জাপানি ডিজিটাল শিক্ষাব্যবস্থা ‘কুমন পদ্ধতি’

সিংড়ায় চালু হলো জাপানি ডিজিটাল শিক্ষাব্যবস্থা ‘কুমন পদ্ধতি’

40
0
কুমন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের গণিত ও ইংরেজিভীতি কাটানোর জন্য নাটোরের সিংড়ায় চালু হলো জাপানি শিক্ষাপদ্ধতি ডিজিটাল শিক্ষাব্যবস্থা ‘কুমন পদ্ধতি’। প্রাথমিকভাবে ৬টি অঞ্চলের মধ্যে প্রথম সিংড়ায় চালু হলো কুমন কানেষ্ট নামে এ পদ্ধতি।

মঙ্গলবার দুপুরে ‘কুমন পদ্ধতি’ শিক্ষা ব্যবস্থার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, ব্র্র্যাক কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ব্রাক কুমন লিমিটেড প্রধান নেহাল বিন হাসান, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কুমন পদ্ধতি ব্যবহার করার কারণে শিশুদের মেধা বিকাশের পাশাপাশি বুদ্ধিদিপ্ত, উদ্ভাবনী মনোভাব গড়ে উঠবে। এজন্য ২০২৩ সালের মধ্যে ৬টি স্কুল অব ফিউচারে পাইলট বাস্তবায়ন করা হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৩০০টি স্কুল অব ফিউচারে এবং ২০৩১সালে ৩৫হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে পুরোপুরি ভাবে এ আনন্দদায়ক শিক্ষা পদ্ধতি চালু করা হবে।

উদ্ধোধন অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক ভডিও বার্তায় বলেন, ২০৪১ সাল নাগাত স্মাট বাংলাদেশ নিমার্ণের জন্য আমাদের ভবিষৎ নাগরিকদের স্মাট নাগরিক হিসেবে গড়ে তোলা। তাদের মধ্য সমস্যার সমাধান ও বিশ্লেষণ করার ক্ষমতাটা তৈরি করা। গণিত ও ইংরেজি বিষয়ে আমাদের শিশুদের সুন্দর করে শেখাতে পারি, তাহলে যারা যেই পেশায় যাক না কেন প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। এজন্য এ শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিশু-কিশোরদের উপহার দিচ্ছি।

১৯৫৮ সালে জাপানি গণিত শিক্ষক তরু কুমন সহজে গণিত ও ভাষা শিক্ষার একটি পদ্ধতি উদ্ভাবন করেন, যা ‘কুমন পদ্ধতি’ নামে পরিচিতি। তরু কুমন এর সেই পদ্ধতি ২০১৭সালে উন্নয়ন সংস্থা ব্র্যাক পরীক্ষামুলক ভাবে দুটি সেন্টারে চালু করে। শিক্ষার্থীদের ওপর গবেষনায় সফলতা আসায় কুমন কানেক্ট দেশব্যাপী সম্প্রসারণের আগে প্রাথমিকভাবে ৬টি অঞ্চল বেছে নেওয়া হয়। এরই অংশ হিসেবে নাটোরের সিংড়ার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো উদ্বোধন করা হলে ‘কুমন পদ্ধতি’।

Previous articleআইসিটি প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত
Next articleআগাম বিল না দেয়ায় নাটোরে প্রকৌশলীকে মারপিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here