
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে চালক সহ একই গ্রামের ৩জন নিহত হয়েছে। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, উপজেলার কলম পুন্ডরীর নজরপুর গ্রামের মৃত উপেন আলীর ছেলে রহিম আলী (৫০), একই গ্রামের বিদ্যুৎ আলী (৩২) ও কাচু আলী (৫০)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম মাসুদ জানান, সোমবার সকালে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে শ্রমিকবাহী একটি অটোভ্যানকে বিপরীতমুখি একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ভ্যানটি দুমরে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক রহিম আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এদের মধ্যে গুরুতর অবস্থায় গাছকাটা শ্রমিক বিদ্যুৎ আলী ও কাচু আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।
