
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার কুমগ্রাম বাজারে ওয়েল্ডি ওয়ার্কসপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগো প্রামানিক নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এসময় ৪জন অগ্নি দগ্ধ ও ৫টি দোকান ভষ্মিভুত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
https://fb.watch/j8zYoKTB5h/https://fb.watch/j8zYoKTB5h/
স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে কুমগ্রাম বাজারে হাবিবুবর রহমানের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এসময় দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মুহুর্তের মধ্যে তা বাজারের আশ-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এসময় আগুন নেভাতে গিয়ে জগো প্রামানিক নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয় আরও ৪জন। পরে খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।
এরআগে মঙ্গলবার রাতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নাটোরের বড়াইগ্রামের খাকসায় দুই সন্তান সহ এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়।
