
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড়সাঐল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে, মারিয়া খাতুন ও খাদিজা খাতুন। তারা দু’জন মামাতো ও ফুফাতো বোন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড়সাঐল এলাকার কফিল উদ্দিনের বাড়ির পাশে খেলা ধুলা করছিল তার দুই নাতনী মারিয়া ও খাদিজা। এসময় খেলাধুলার এক পর্যায়ে তারা নিখোঁজ হয়।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। এসময় পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
মারিয়ার কফিল উদ্দিনের জামাই ইমরান হোসেনের মেয়ে এবং খাদিজা কফিল উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের মেয়র।
