Home সিংড়া সিংড়ায় মুক্ত আকাশে উড়লো ৬ টি বক: ৩ টি কেল্লা ধ্বংস

সিংড়ায় মুক্ত আকাশে উড়লো ৬ টি বক: ৩ টি কেল্লা ধ্বংস

124
0
পাখি উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পাখি শিকারী ধরতে পরিবেশ কর্মীদের অভিযান চলমান রয়েছে। রবিবার ভোরে চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ টি কেল্লা ধ্বংস এবং ২ টি শিকারী বক সহ ৬ টি বক উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় বক গুলো মুক্ত আকাশে উড়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, পরিবেশ কর্মী ও সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক, ফজলে রাব্বি, শুভ সরকার ও মুন।

সহকারী কমিশনার ভূমি আল ইমরান বলেন, শীত মৌসূমের শুরুতে চলনবিলে অতিথি পাখি আগমন করে। এসময় কিছু অসাধু মানুষ পাখি শিকার করে। মিডিয়া ও পরিবেশ কর্মীরা নিয়মিত অভিযান করছে। আমরা সার্বিক ভাবে সহযোগিতা করছি, যাতে পাখি শিকার বন্ধ হয়।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, আমরা নিয়মিত অভিযান করছি। পরিবেশ কর্মী এবং মিডিয়া কর্মীরা ভোর ৫ টা থেকে ৮ টা পর্যন্ত চলনবিলের বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করে পাখি শিকারীদের মুচলেকা দেয়া হচ্ছে। জনগনকে সচেতন করা হচ্ছে। পাখি শিকারের ফাঁদ ধ্বংস করে দেয়া হচ্ছে।

Previous articleসিংড়ায় গ্রাম্য শালিসে নারীকে বেত্রাঘাত: আটক ৪
Next articleসিংড়ায় নারী কর্মীকে শ্লীলতাহানি: তদন্ত কমিটি গঠন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here