
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ায় আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ৩জনকে কুপিয়ে জখম সহ ৭জন গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সন্ধ্যায় সিংড়ার কলম ইউনিয়নের নূরপুর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা সবাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন গ্রুপের নেতা-কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক বাবলু নেতা কর্মী নিয়ে বসে ছিলেন। এসময় কলম ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল হক চুন্নু ও তার ভাতিজা আসাদ আলী চান এর নেতৃত্বে অর্তকিত ভাবে হামলা চালানো হয়।
এতে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক বাবলু, আসাদুজ্জামান ভুট্টু এবং প্রভাষক কাজলকে কুপিয়ে জখম করা হয়। এসময় তাদের উদ্ধারে এগিয়ে আসলে আরও ৪জনকে মারপিট করে প্রতিপক্ষরা।
পরে স্থানীয় আহতদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় দোষিদের গ্রেফতার করতে সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে নির্দেশ দেন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
