Home জেলা সংবাদ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ

সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ

793
0
সিংড়া দমদমা স্কুল

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ করেছে। এবার মোট পরীক্ষার্থী ছিলো ১৪২ জন। পাসের হার শতভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সবার সম্মালিত প্রয়াসে এবার শতভাগ ফলাফল অর্জন করতে আমরা সক্ষম হয়েছি।

Previous articleনাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন
Next articleরাজশাহী বোর্ডে চতুর্থ স্থানে নাটোর: মোট জিপিএ-১৭৪৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here