
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌর যুবলীগের কমিটি গঠণ করা হয়েছে। জনি হাসান লাবু কে সভাপতি এবং রাশেদ উল হক সোহাগ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলা যুবলীগ, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে জীবনবৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার জানান, গত ২৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবলীগ নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হলেও পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দর নির্দেশক্রমে পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জনি হাসান লাবু কে সভাপতি এবং রাশেদ উল হক সোহাগ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া এই কমিটি আগামী ১৫দিনের মধ্যে জীবনবৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
