
সিংড়া প্রতিনিধি:
আসন্ন নাটোরের সিংড়া উপজেলার ৩নম্বর ইটালী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিক আবেদন ফরম জমা দিলেন উপজেলা আওয়ামীলীগের ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম আরিফ।
রোববার বিকেল ৪টায় উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন এর কাছে তিনি এই আবেদন ফরম জমা দেন।
এর আগে চেয়ারম্যান আরিফ ৫শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বর থেকে পায়ে হেটে আ’লীগ কার্যালয়ে আসেন এবং আবেদন পত্র সংগ্রহ করেন।
এসময় ইটালী ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাবু, সহ-সভাপতি আবুল কালাম ও আতাউর রহমান চান্দু সহ ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য এবং ৯টি ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
