
সিংড়া প্রতিনিধি:
আসন্ন সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন নির্বাচনে নৌকা চান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন। মঙ্গলবার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগ নেতা মুকুল হোসেন বাজার এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
পরে উপজেলা আ’লীগ কার্যালয়ে আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছে রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী হিসেবে প্রাথমিক আবেদন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সারোয়ার, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
