
সিংড়া প্রতিবেদক
বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামে আকস্মিক অগ্নিকান্ডে এক কৃষকের ৪টি ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আনুমানিক ৪ লক্ষাধিক টাকা। এতে ওই কৃষক পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
স্থানীয় ইউপি সদস্য মো. তরান আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের কৃষক মো. আফসার আলী প্রামাণিকের বাড়িতে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে ৪টি টিনের ঘর এবং ঘরের ভেতর থাকা নগদ টাকা, চাল, ডাল, আসবাপত্র, কাপড়, ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই কৃষক পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। প্রতিবেশী আব্দুল মতিনের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে আপাতত ৭দিনের জন্য শুকনো খাবার প্রদান করা হয়েছে। পরে নগদ টাকা ও টিন বরাদ্দ দেয়া হবে।
