
নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে সার মজুদ করার অপরাধে নাটোরের সিংড়ায় তিন সার ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছাতারবাড়িয়া ও কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এই অর্থ দন্ড করেন।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, লাইসেন্স বিহীন অবৈধভাবে সার মজুদ রাখায় উপজেলার ছাতারবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী সাহাদত আলীর ৩০ হাজার এবং কালীগঞ্জ বাজারের সার ব্যবসায়ী ইমরান হোসেন এর কুড়ি হাজার ও একই বাজারের সোহেল রানার ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাছাড়া অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন বাজার মনিটরিংয়ের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
