Home জেলা সংবাদ সিংড়ায় অভিযানে একদিনে ৮টি সুঁতিজাল উচ্ছেদ

সিংড়ায় অভিযানে একদিনে ৮টি সুঁতিজাল উচ্ছেদ

743
0
অবৈধ সুঁতিজাল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার বিভিন্ন নদী ও বিলের অভিমুখে পানি প্রবাহ বাধা সৃস্টি করে অবৈধ ভাবে স্থাপন করা সুঁতিজাল উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। দিন ব্যাপী অভিযান পরিচালনা করে চলনবিলের বিভিন্ন স্থান থেকে অন্তত ৮টি সুঁতি জাল উচ্ছেদ করা হয়।

এসময় উচ্ছেদ অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওয়ালিল্লাহ মোল্লা সহ ২০ থেকে ৩০জন অংশ গ্রহণ করেন।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে চলনবিলের বিভিন্ন নদী, খাল ও বিলে অবৈধ সুঁতিজালের বিরুদ্ধে অভিযান শুরু হয়। অভিযানের শুরতে সিংড়ার পেট্রোবাংলা পয়েন্টে একটি সুঁতিজাল উচ্ছেদ করা হয়।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বাঁধা প্রদান করেন। পরে মোবাইল কোর্টের খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

পরে ভ্রাম্যমান আদালত উপজেলার বড়িয়াখালে ৫টি সুঁতিজাল উচ্ছেদ করেন। এসময় একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় মাছ ধরার সব জাল। ভেঙ্গে দেওয়া হয় অবৈধ স্থাপনা। পরে সিংড়ার নাগরনদের বাশারনগর-লালপাড়া এলাকা থেকে ২টি সুঁতিজাল উচ্ছেদ করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওয়ালিল্লাহ মোল্লা জানান, বর্ষার পানি আসার পর থেকেই কিছু অসাধু ও প্রভাবশালীরা বিল এবং নদীর পানি প্রবাহ কৃত্রিম ভাবে বাধাগ্রস্থ করে সুঁতিজাল স্থাপন করে মা এবং ডিমওয়ালা মাছ শিকার করছে তারা। এতে করে মাছের বংশবিস্তার নস্ট হচ্ছে। আমরা নিয়মিত অভিযান চালানোর পরও প্রভাবশালীরা অবৈধ ভাবে সুঁতিজাল স্থাপন করছে। অভিযানের পরও বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, সিংড়া উপজেলার বিভিন্ন নদ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধা সৃস্টি করে নদী দখল করে অবৈধ ভাবে সুঁতি জাল দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালীরা। এনিয়ে সজাগ নিউজে একটি সংবাদ প্রকাশিত হওয়ার অভিযানে নামে প্রশাসন।

Previous articleসিংড়ায় চলছে অবৈধ সুঁতি জাল উচ্ছেদ অভিযান
Next articleএমপি বকুলের দুই গাড়ী চালককে মারপিট করেছে পুলিশ : উত্তেজনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here