Home শিরোনাম সিংড়ায় ঈদের ১০ দিন পরেও দ্বিগুণ ভাড়া আদায়

সিংড়ায় ঈদের ১০ দিন পরেও দ্বিগুণ ভাড়া আদায়

511
0

সিংড়া প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ায় ঈদের ১০ দিন পরেও ঈদের অজুহাত দেখিয়ে দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সিংড়া থেকে ঢাকার যাত্রীদের কাজ থেকে দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস মালিকদের বিরুদ্ধে। সিংড়া পরিবহন মালিক ও শ্রমিকরা এক জোট হয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। সিংড়া থেকে ঢাকার ভাড়া সাধারণত ২০০-২৫০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন পরেও দিতে হচ্ছে ৫০০ টাকা।

যাত্রীরা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারী ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কিন্তু বাস্তবে তার কোন মিল পাওয়া যাচ্ছে না। পরিবহন মালিক ও শ্রমিকরা তা অমান্য করে সাধারণ যাত্রীদের বাধ্য করে দ্বিগুন ভাড়া আদায় করছেন। এতে করে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা।

সিংড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিংড়া এ্যালিগেঞ্জ আদায় করছে ৫০০ টাকা, সিংড়া এন্টার প্রাইজ নিচ্ছে ৫০০ টাকা। খালেক এন্টার প্রাইজ ও সিংড়া এক্সপ্রেস নিচ্ছে ৩৫০-৪৫০ টাকা।

সিংড়া এন্টার প্রাইজের কাউন্টার মাস্টার নজরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সড়কে খরচ বেশি, এছাড়াও সার্জেন্টদের চাঁদা দেয়ার কারণে ভাড়া বেশি, তবে দু’য়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

সিংড়া মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম জানান, ঈদ উপলক্ষে পরিবহনগুলো সারাদেশে অতিরিক্ত ভাড়া নেয়। ঢাকায় যাত্রী নিয়ে যাওয়ার পর সেই গাড়ি খালি আসতে হয়। এছাড়াও সড়কে সার্জেন্ট ও শ্রমিক সংগঠনে চাঁদা দিতে হয়।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, শুধু ঈদ নয়, কোন সময়ই অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। দ্রুত অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Previous articleসিংড়া শহরকে বন্যা থেকে রক্ষায় সব ব্যবস্থাই করা হবে-পানি সচিব
Next articleনলডাঙ্গার নির্বাচনী মাঠে ‘সর্বহারা’ (ভিডিও সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here