Home সিংড়া সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

146
0
পুকুর খনন বন্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় কৃষি জমি নষ্ট করে অবাধে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। সোমবার সকাল ১০ টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড়সাঐল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী নাজমুল ইসলাম, বড়সাঐল সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রমিজুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক, কৃষক আব্দুল খালেক, কৃষক শরিফুল ইসলাম, সাংবাদিক খলিল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে তিন ফসলী জমি ভেকু দিয়ে পুকুর খননের ফলে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে অপরদিকে কৃষি জমি কমছে, এতে করে ধানের ফলন ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এজন্য কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করেন।

Previous articleস্বতন্ত্র মেয়র প্রার্থী এমদাদুল হকের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ
Next articleবর্তমান চেয়ারম্যান ও সদস্যরাই জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here