
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
লিচু পারতে উঠে গাছ থেকে পড়ে মো. জাবেদ আলী (৩৫) নামের এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টায় সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের গুটিয়া মহিষমারী গ্রামে মো. বুদ্দু মিয়ার লিচু বাগানে। নিহত লিচু ব্যবসায়ী একই গ্রামের নওশের প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।
চামারী ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রোববার সকালে লিচু বাজারজাত করার জন্য জাবেদ আলী বাগানে যায়। পরে লিচু পারার সময় গাছ থেকে হাত ফসকে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় এখন পর্যন্ত কোন খবর আসে নাই।
