
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া কোর্টমাঠে চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া শিক্ষা উৎসবের সমাপনি হয় রবিবার। রাতে নগর বাউল ব্যান্ডের গুরু জেমস এর গাণের মধ্যে দিয়ে ইতি টানা হবে তৃতীয়বারের মতো এই উৎসবের।
এদিকে, রবিবার বিকেলে চলনবিল শিক্ষা উৎসবে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমূখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসর প্রাপ্ত শিক্ষক সংবর্ধনা, সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা, রত্নাগর্ভা মা সংবর্ধনা, মরনোত্তর গুণীজন সংবর্ধনা, সফল যারা কেমন তারা সম্মাননা এবং ৩১ জন প্রতিবন্ধী ও মেধাবীদের ল্যাপটপ বিতরণ করা হয়।
