Home শিরোনাম সিংড়ায় ট্রলির চাপায় শিক্ষক নিহত

সিংড়ায় ট্রলির চাপায় শিক্ষক নিহত

32
0
স্কুল শিক্ষক নিহত

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বালি বহনকারী ট্রলির চাপায় এক শিক্ষক নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আইয়ুব আলী (৩২)। তিনি ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর পুত্র ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত সোমবার কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় বালুবাহি ট্রলি। এসময় গুরুতর আহত হয় আইয়ুব আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রলি ও চালককে আটক করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleলালপুরে ইমো হ্যাকিং চক্রের ৯সদস্য গ্রেফতার
Next articleনাটোর দলিল লেখক অফিসে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here