Home সিংড়া সিংড়ায় ট্রাক উল্টে কৃষক নিহত

সিংড়ায় ট্রাক উল্টে কৃষক নিহত

271
0
সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ইউসুফ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। সে উপজেলার ইটালী ইউনিয়নের শ্রীকোল গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বামিহাল-জামতলি সড়কের বিনগ্রাম রানীপুকুর এলাকায় রাস্তায় খাদে পড়ে ট্রাক উল্টে যায়। এসময় অটো ভ্যানের যাত্রী ও পথচারী চাপা পড়ে যায়।
ঘটনাস্থলে ইউসুফ আলীর মূত্যু হয়। অপরদিকে আহত হয় আহাদ আলী নামে অপর একজন।
পরে সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে।
Previous articleনাটোর জেলা সদরেই হবে কৃষি বিশ্ববিদ্যালয়-এমপি শিমুল
Next articleনাটোরে গ্রীল কেটে এমপি রত্না আহমেদ’র বাসায় চুরি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here