
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেতে আড়াই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে মায়েদের মাঝে বিনামূল্যে শাক-সবজি ও ফল-মূলের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপি আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যাতিক্রম সেবার আয়াজন করেন পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জি.এ সরকারি কলেজের প্রো ভি পি মোস্তাফিজুর রহমান রঞ্জু।
চিকিৎসা সেবা প্রধান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (শিশু বিশেষজ্ঞ) অধ্যাপক ডাঃ ইমদাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খ.ম মশিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, পৌর আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ, ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামি প্রমুখ।
