
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুনাইদ আহমেদ পলক এমপি।
এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় সভায় আগামী পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়া দলীয় প্রার্থীর বিপক্ষে কোন নেতা কিংবা কর্মী অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলে একমত পোষন করে।
