Home সিংড়া সিংড়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

794
0
সিংড়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড। স্বাধীন দেশে স্বাধীনতা চাই, ধর্ষকদের ক্রসফায়ার চাই। তোলো
আওয়াজ জাগো নারী। এ রকম স্লোগান লেখা পোস্টার, প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে দেশব্যাপী চলা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নাটোরের সিংড়ার বিভিন্ন কলেজের ছাত্রীরা।

‘সিংড়ার প্রতিবাদী নারীরা” একটি ব্যানারে বুধবার সকাল ১১ টায় সিংড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া তরুণীরা অংশ নিয়ে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন।

তাদের হাতেও ছিল ধর্ষণের বিরুদ্ধে লেখা স্লোগান। মানববন্ধনে বক্তব্য দেন রেখা খাতুন, ইরা, মারিয়া রহমান, রুবাইয়া, অর্থি, লাবনী, তাবাসুম, ইসরাত প্রমুখ।

এসময় তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আরো সচেতন হওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার আহবান জানান। সরকারের প্রতি আহবান জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।

Previous articleআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Next articleসিংড়ায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here