
নিজস্ব প্রতিবেদক:
অবৈধ ভাবে ধান-চাল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে নাটোর খাদ্য বিভাগ। অভিযানের প্রথম দিনে সিংড়া উপজেলার কলম বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ ভাবে ধান মজুদ এবং লাইসেন্স না থাকায় নীরেন্দ্রনাথ মানি নামে এক চাল ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া গোডাউনে থাকা এক হাজার টন ধান তিনদিনের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ সহ অন্যন্য কর্মককর্তারা উপস্থিত রয়েছেন।
নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অবৈধ ধান-চাল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমরা নিজস্ব সোর্সের মাধ্যমে খোঁজ খবর রাখছি, কারা অবৈধ ভাবে মজুদ করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহৃত থাকবে।
