
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া পৌরসভা নির্বাচনী প্রচারণার শেষ মূহুর্তে সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। এদিকে বুধবার বিকেল ৪টায় পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চলনবিল গেট এলাকায় প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
প্রতিবাদ সভায় ধানের শীষ মনোনিত প্রার্থী তায়জুল ইসলামের বিরুদ্ধে নৌকা প্রতীকের নজরুল ইসলাম নামের এক আ’লীগ কর্মীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। তবে এবিষয়ে ধানের শীষ মনোনিত মেয়র প্রার্থী তায়েজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমূখ।
উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি না করে নিয়ম-কানুন ও শৃংখলা বজায় রেখে প্রচারণা চালাচ্ছে। কিন্তু সিংড়া পৌরসভায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও নৌকার জনস্রোতে আতকিংত হয়ে বিএনপির মেয়র প্রার্থী তায়জুল ইসলাম নৌকার কর্মীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে লিপ্ত হচ্ছে এবং প্রতিনিয়ত আচরণ বিধি লঙ্ঘন করছে।
এবিষয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, এবিষয়ে নৌকার নির্বাচনী প্রধান এজেন্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে যথাযথা ব্যবস্থা নেয়া হবে।
