
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ মামলায় দুই যুবককে দশ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
আজ সকালে নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দীর রহিম এই আদেশ দেন।
দন্ডাদেশ প্রান্তরা হচ্ছে, সিংড়ার বড় আদিমপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রাসেল (২২) এবং একই এলাকার এজাহার প্রামানিকের ছেলে রমিজুল (১৯)।
মামলা সূত্র জানায়, বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ২০১৭সালের ৩০মার্চ বড় আদিমপুর গ্রামের রাসেল ও রমিজুল নামে দুই যুবক প্রতিবন্ধি শিশুটিকে তুলে নিয়ে যায়। এরপর পাড়িলা এলাকায় একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে প্রতিবন্ধি শিশুটিকে ধর্ষণ করে তারা।
পরে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় প্রতিবন্ধি শিশুটিকে।
পরবর্তীতে শিশুটির মামা রিপন মন্ডল বাদি হয়ে থানায় দুইজনের নামে ধর্ষন মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমান শেষে আজ সকালে বিচারক অপ্রাপ্ত বয়স্ক দুই ধর্ষককে দশ বছর করে কারাদন্ডাদেশ প্রদান করেন।
এসময় আসামীরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।
