
সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ৭০ জন ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫লক্ষ ৭৫হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোছাঃ নাসরিন বানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতিকুর রহমান, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
ইউএনও মোছাঃ নাসরিন বানু বলেন, করোনা দুর্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্বেচ্ছাধীন তহবিল হতে এই অনুদান দেয়া হচ্ছে।
