Home সিংড়া সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের সুস্থতা কামনায় ৮শতাধিক মসজিদে দোয়া

সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের সুস্থতা কামনায় ৮শতাধিক মসজিদে দোয়া

216
0
প্রতিমন্ত্রী পলকের জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের রোগ মুক্তি কামনা করে সিংড়া উপজেলার ৮২০টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা এই দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ এর সহযোগী সংগঠন। এছাড়াও সিংড়া দমদমা আল জামেয়াতুল কোর আনিয়া মাদ্রাসার এতিম ও ওয়ালামাদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক ও তার পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করা হয়।

সিংড়া পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা আলী আকবর। দোয়া অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ধর্মপ্রাণ মুলসল্লিরা অংশ গ্রহণ করেন।

সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে এই দোয়ার আয়োজন। সম্প্রতি প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় তার বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

Previous articleসিংড়ায় ছোট ভাইকে প্রকাশ্যে গুলি বড় ভাইয়ের
Next articleনাটোর থেকে বগুড়ায় পাচারকালে ১২শ বস্তা সরকারী সার সহ ৬ জন আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here