Home খেলার খবর সিংড়ায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিংড়ায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

110
0
ফুটবল ফাইনাল খেলা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ফুটবল মাঠে ঐতিহ্যবাহী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় গুরুদাসপুরের শহীদ স্মৃতি কল্লোল হরদমা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সিংড়ার গোটিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বুধবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন গুরুদাসপুর-বড়াইগ্রামের সাংসদ আলহাজ¦ আধ্যাপক আব্দুল কুদ্দুস ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সিংড়া গোল-ই-আফরোজ কলেজের সাবেক জিএস, খেলার উদ্যোক্তা ও আয়োজক মো. আব্দুল মমিন মন্ডল প্রমূখ।

খেলার উদ্যোক্তা ও আয়োজক মো. আব্দুল মমিন মন্ডল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এই ফুটবল খেলার আয়োজন। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here