
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া ও আলোচনা সভা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমূখ।
