Home জেলা সংবাদ সিংড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

সিংড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

37
0
সড়ক দুর্ঘটনা নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বাস ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেল চালক রাসেল আহমেদ (৩২) নিহত হয়েছে।

সোমবার বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বাঁশের ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক পাশবর্তী নন্দীগ্রাম থানার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

এদিকে ঘটনার পর সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় থেকে ঘাতক বসুন্ধরা পরিবহনের বাস সহ চালক রেজাউল ইসলামকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজওয়ানুল ইসলাম জানান, সকালে নিহত যুবক রাসেল আহমেদ নিহত মোটর সাইকেল নিয়ে সিংড়া থেকে নন্দীগ্রামের দিকে ফিরছিলেন। পথি মধ্যে বাঁশের ব্রীজ এলাকায় নাটোরগামী বসুন্ধরা পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৩-০৯৬৩ নম্বরের যাত্রীবাসী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এই ঘটনায় ঘাতক বাস ও চালক আটক করা হয়েছে।

Previous articleছিন্নি বিতরনকে কেন্দ্রে করে খুন: সিংড়ায় ৭জনকে সাত বছর করে কারাদন্ড
Next articleদলিল লেখক সমিতি দখল নিয়ে অস্ত্রের মহড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here