
নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রিয়া প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকালে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় কোর্ট মাঠে মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন ভাষ্কর্যের ডিসপ্লে সকলের দৃষ্টি আকর্ষণ করে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ওসি নূর এ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু প্রমূখ।
