
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী এবং পৌরসভায় সোহরাব হোসেন সুজা সভাপতি এবং মাসুম রাব্বী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
এরআগে বৃহস্পতিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সাইদুর রহমান সৈকত সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, মাসরুল আলম মিলন, ইসতিয়াক আহমেদ লিয়ন।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. খন্দকার ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, সহ-সভাপতি সুব্রত কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বী ডলার প্রমূখ।
