Home জেলা সংবাদ সিংড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন

সিংড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন

368
0

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা কে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিংড়া উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা।

বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মোঃ হাসান আলীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এর কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।

এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল ওদুদ দুদু, মুক্তিযোদ্ধা জিয়াউল হায়দার, মোঃ মাদুদ হোসেন, মো: নুরুল ইসলাম প্রমূখ।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল ওদুদ দুদ বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য সোয়া ৮শতক জমি বরাদ্দ করা হয়। তার কিছু অংশে কমপ্লেক্স ভবণ নির্মাণ করা হয়েছে। আর অবশিষ্ট জায়গায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে মার্কেট নির্মাণসহ গাড়ী গ্যারেজ এর জন্য রাখা হয়েছে। কিন্তু নির্ধারিত জায়গায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ না করে কমপ্লেক্স ভবণের জায়গায় অবৈধ ও বেআইনিভাবে উপজেলা প্রকৌশলী এই কাজ শুরু করেছে।

উপজেলা প্রকৌশলী মোঃ হাসান আলী বলেন, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় একই মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভর জন্য বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধারা কেন এটা নিয়ে আন্দোলন করছে এটা আমার বোধগম্য নয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে স্মৃতিস্তম্ভ মুক্তিযোদ্ধাদেরই একটি কাজ। যদি না হয় তাহলে মুক্তিযোদ্ধাদেরই ক্ষতি।

এবিষয়ে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সভায় বলেন, মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক না আসা পর্যন্ত আপাতত কাজ বন্ধ রাখার পরামর্শ দেন।

Previous articleনাটোরের প্রতিটি উপজেলা থেকে এক হাজার জন দক্ষ শ্রমিক যাবে বিদেশে
Next articleনাটোরে অগ্নিকান্ডে দুই কৃষকের বাড়িসহ মালামাল ভস্মিভুত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here