Home সিংড়া সিংড়ায় হত্যা মামলা আসামীর চারটি আঙুল কর্তন

সিংড়ায় হত্যা মামলা আসামীর চারটি আঙুল কর্তন

131
0
সিংড়া মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে খোরশেদ আলম ওরফে খসরু নামের এক ব্যাক্তির দুই হাতের চারটি আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার বিকেল ৪টায় রাতাল শেখপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজসহ কতিপয় ব্যক্তি হামলা চালালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে আহত খোরশেদ আলম ওরফে খসরুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। সে ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাতাল গ্রামে জনৈক ব্যক্তি আব্দুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামী খোরশেদ আলম ওরফে খসরু। হত্যার পর থেকে সে ঢাকায় বসবাস করে আসছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজ সহ কয়েকজন ব্যক্তি তার উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই হাতের চারটি আঙ্গুল কেটে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে হাতের আঙ্গুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous article৪২ দিনেই নাটোর চিনিকলের মাড়াই মৌসুম শেষ
Next articleবিপিএম (সেবা) পদকে ভূষিত হওয়ায় শুভেচ্ছায় ভাসছেন নাটোরের পুলিশ সুপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here