
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ার সর্ব কনিষ্ঠ ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান শেরকোল ইউপি চেয়ারম্যান মো. লুৎফুল হাবিব রুবেল এর পুনরায় আ’লীগের মনোনয়ন দাবিতে মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রায় ১০হাজার নারী-পুরুষ ব্যানার ও ফেসটুন নিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আ’লীগ কার্যালয়ের সামনে উপস্থিত হন।
এসময় সংক্ষিপ্ত পথ সভায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনের কাছে শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিক আবেদন ফরম জমা দেন চেয়ারম্যান রুবেল।
এসময় শেরকোল ইউনিয়ন আ’লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক তহিদুর রহমান, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, মহিলা নেত্রী রহিমা বেগম, যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
