Home সজাগ অনুসন্ধান সিংড়া ও গুরুদাসপুরে সরকারী ভাবে হজ্বে পাঠানোর কথা বলে প্রতারনা

সিংড়া ও গুরুদাসপুরে সরকারী ভাবে হজ্বে পাঠানোর কথা বলে প্রতারনা

601
0

নিজস্ব প্রতিবেদক
সরকারী ভাবে হজ্বে পাঠানোর কথা বলে প্রতারনা করছে একটি বিকাশ চক্র। এই চক্রটি নাটোরের বিভিন্ন মাদ্রাসার মুহতামীম সুপার এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে রেজিষ্ট্রেশনের জন্য টাকা যাচ্ছে। এতে করে প্রতারনার স্বীকার হচ্ছেন কেউ কেউ। তবে এই প্রতারক চক্রটি জেলার সিংড়া ও গুরুদাসপুরে বেশি সক্রিয় বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

তবে বিকাশ প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, নাটোর জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মনিরুল ইসলাম।

সূত্র জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নাম ভাঙিয়ে বৃহস্পতিবার সিংড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামীম সুপার এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে ফোন দেয় একটি প্রতারক চক্র। এই চক্রটি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে হজ্বে পাঠানোর কথা বলে রেজিষ্ট্রেশনের জন্য বিকাশে টাকা দাবী করছে।

বৃহস্পতিবার দুপুরে ওই প্রতারক চক্রদের ফোন পেয়েছিলেন সিংড়া উপজেলার বারইহাটি মাদ্রাসার সুপার নজরুল ইসলাম। এসময় তাকে ০১৪০৭৮৪২৬৫৩ নম্বর থেকে ফোন দেওয়া হয়। এসময় সরকারী ভাবে হজ্বে যাওয়ার জন্য রেজিষ্ট্রেশনের জন্য তার কাছে টাকা চাওয়া হয়।

এবিষয়ে বারইহাটি মাদ্রাসার সুপার নজরুল ইসলাম জানান, একটি নম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক পরিচয় দিয়ে প্রতারক চক্রটি বলেন, সরকারী ভাবে হজ্বে যাওয়ার জন্য প্রতিমন্ত্রী আপনার নাম সুপারশি করেছেন। আপনি হজ্বে যেতে চাইলে রেজিষ্ট্রেশনের জন্য উল্লেখিত নম্বরে ৫ থেকে ৭হাজার টাকা বিকাশ করুন।

পরে বিষয়টি সন্দেহজনক হলে সুপার নজরুল ইসলাম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাওলানা রুহুল আমীনের কাছে ফোন দেন। পরে রুহুল আমীন প্রতারক চক্রটির ফাঁদে পা না দিতে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে একটি সচেতন মুলক বার্তা পোস্ট করেন।

এসময় প্রতিমন্ত্রীর এপিএস রুহুল আমীন উল্লেখ করেন, সরকারি ভাবে হজ্বে পাঠানোর কথা বলে রেজিষ্ট্রেশনের জন্য টাকা চাওয়া হচ্ছে। যার কোনো ভিত্তি নাই, যে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে।

এদিকে, সিংড়া উপজেলায় যে (০১৪০৭৮৪২৬৫৩) নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন দেওয়া হয়েছিল, সে নম্বর থেকেই নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইব্রাহিমের পরিচয় দিয়ে বিভিন্ন মাদ্রাসার মুহতামিমকে সরকারীভাবে হজ্বে পাঠানোর কথা বলে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়।

পরে সংসদ সদস্যের এপিএস মুহাম্মদ ইব্রাহিম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সচেতন মুলক বার্তা পোস্ট করেন। এসময় তিনি তার বার্তাতে উল্লেখ করেন, ০১৪০৭৮৪২৬৫৩ নাম্বারটি প্রতারক চক্রের, কেউ প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করা হইলো।

এবিষয়ে নাটোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, একটা প্রতারক চক্র এই কাজটি করছে। অতিতেও এই ধরনের কাজ তারা করেছে। এতে করে মানুষের মধ্যে চক্রটি বিভ্রান্তি সৃষ্টি করছে।

আমরা বরাবার বলে আসছি, কেউ এই চক্রের ফাঁদে পা দিবেন না। কেউ প্রতারনার শিকার হলে আমরা এর দায়-দায়িত্ব নিবনা। কারও যদি কোন তথ্য জানার দরকার হলে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Previous articleহলের বিভীষিকাময় মধুর জীবন!
Next articleরেহেনা হত্যাকান্ডে অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে হত্যা মামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here