Home শিরোনাম সিংড়া পৌরসভার ১১পয়েন্টে বসেছে ২১টি সিসি ক্যামেরা

সিংড়া পৌরসভার ১১পয়েন্টে বসেছে ২১টি সিসি ক্যামেরা

824
0

নিজস্ব প্রতিবেদকঃ

নিরাপত্তা দিতে সিংড়া পৌরসভার ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসেছে ২১টি সিসি ক্যামেরা। এতে করে পুরো সিংড়া পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায় এসেছে।

নাগরিকবাসীরা মনে করছেন, সিসি ক্যামেরার কারনে পৌর এলাকায় অপরাধ কমে আসবে।

রবিবার সিংড়া টার্মিনালে সিসি ক্যামেরা ও ফ্রী ওয়াই ফাই জোনের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, পৌরবাসীদের নাগরিক নিরাপত্তা দিতে পৌরসভার উদ্যোগে ১১টি গুরুত্বপূর্ণ স্থানে ২১টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো পৌরসভা এলাকা।

যে সব স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে সেগুলো হচ্ছে, জলারবাতা, দমদমা পাইলট স্কুলের মোড়, থানা মো, উপজেলা চত্বর (আমতলা), শহীদ চয়েন মোড়, চলনবিল গেট, মাদ্রাসা মোড়, বাস টার্মিনাল, জয় বাংলা মোড় এবং বুড়াপীরতলা।

মেয়র ফেরদৌস বলেন, প্রতিটি সিসি ক্যামেরার সাথে ওয়াই ফাই সংযুক্ত রয়েছে। যে কোন স্থান থেকে এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা যাবে। আর নিয়ন্ত্রণ থাকবে পৌরসভার অধিনে।

Previous articleনাটোর জাতীয় পার্টিতে বিভক্তি: পাল্টা আহবায়ক কমিটি গঠন
Next articleশিক্ষিত দুর্নীতিবাজের চেয়ে অল্প শিক্ষিত মেয়রই ভাল-প্রতিমন্ত্রী পলক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here