
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌরসভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
শনিবার রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে তার নাম ঘোষণা করা হয়।
টানা দ্বিতীয়বারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন মেয়র জান্নাতুল ফেরদৌস।
এদিকে, মেয়র জান্নাতুল ফেরদৌসের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে স্বস্তি বিরাজ করছে তার সমর্থক গোষ্ঠিদের মধ্যে।
দুই দফা বন্যা আর করোনা মোকাবেলায় জনসেবার কারনে ব্যাপক জনপ্রিয়তা জান্নাতুল ফেরদৌস। সকল শ্রেণী পেশার মানুষদের মাঝে করোনার সময় দিন রাত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত পেয়েছে সিংড়া পৌরসভা।
উল্লেখ্য, আগামী ৩০জানুয়ারী তৃতীয় দফায় সিংড়া পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
