
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ৩০ জানুয়ারী নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচন কে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারন প্রচারনা। বড় দু’দলের উভয় প্রার্থীর প্রচারনায় উৎসবমুখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। তবে প্রচারনায় এগিয়ে রয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস।
অপরদিকে, প্রচারনার মাঠে পিছিয়ে রয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তায়জুল ইসলাম। তিনিও প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করে যাচ্ছে। এতে করে ধিরে ধিরে সরব হচ্ছে বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী উভয় দলের প্রার্থী।
আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস দিনরাত এক করে প্রচারনায় ব্যস্ত দিন কাটাচ্ছেন। পৌরসভার ১২টি ওয়ার্ডের বাড়ি বাড়ি, পথেঘাটে, বাজার-হাটে প্রচারনায় সময় কাটছে তাঁর। তার পক্ষে উৎসবমুখর প্রচারনা শুরু করেছে উপজেলা ও পৌর আ’লীগ এবং সহযোগী সংঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে পৌর শহরের ১২টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অফিস উদ্বোধনের কাজ সম্পন্ন করেছেন আ’লীগ প্রার্থী।
নৌকার পক্ষে পোষ্টার, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা, কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ সবকিছু মিলে নির্বাচনী মাঠে সরগরম আওয়ামীলীগ। নৌকার মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস ২০১৫ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। দ্বিতীয়বারের মত আ’লীগের মনোনয়ন পেয়ে আসন্ন নির্বাচনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি।
অপরদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব তায়জুল ইসলাম। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর। প্রায় হাফডজন মনোনয়ন প্রত্যাশীদের পেছনে ফেলে মেয়র পদে প্রথমবারের মত ধানের শীষের মনোনয়ন পান তিনি। ১২টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনিও। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি। তবে এখন পর্যন্ত কোন বাধা প্রাপ্ত হননি বিএনপির মেয়র প্রার্থী।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তায়জুল ইসলাম বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে জনগনের কাছে ভোট প্রার্থনা করছি। জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, পুরো পৌরসভায় ভোটারদের সাড়া পাচ্ছি। পৌরবাসী এবারো নৌকাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। আমি জয়ী হলে সিংড়াকে আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য, ১২টি ওয়ার্ড নিয়ে ১৯৯৯ সালে সিংড়া পৌরসভা গঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩১২৫ ও মহিলা ভোটার সংখ্যা ১৩৬৩২জন। এ পৌরসভায় মেয়র পদে আ’লীগ ও বিএনপির মনোনীত ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর ৫৭জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ২৩জন প্রার্থী অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
