Home শিরোনাম সিরাজগঞ্জ ট্রাক-লেগুনার সংঘর্ষে নাটোরের ৫জন নিহত

সিরাজগঞ্জ ট্রাক-লেগুনার সংঘর্ষে নাটোরের ৫জন নিহত

333
0
নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পাথর বোঝাই ট্রাক-লেগুনার সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার  দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫) আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমনা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি নাটোরের দিকে দিকে যাচ্ছিলো। লেগুনাটি হাটিকুমরুল -বনপাড়া মাহসড়ক দিয়ে রামারচর এলাকায়  পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৬ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ  ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে । পরে আহতদের মধ্যে চিকিৎসাধীন ভোর রাতে একজন ও সকালে আরও এক জন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রস্তুতি চলছে।
Previous articleহাতের মেহেদীর রং না মুছতেই নিভে গেল জীবন প্রদীপ!
Next articleসিংড়ায় প্রাচীন মূর্তি উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here