Home খেলার খবর সিরিজ হারে সব উন্নতি শেষ হয়ে যায়নি: মুশফিক

সিরিজ হারে সব উন্নতি শেষ হয়ে যায়নি: মুশফিক

353
0

ক্রীড়া ডেস্কঃ

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রীলঙ্কাতেও সুখবর মেলেনি বাংলাদেশের। গতকাল দ্বিতীয় ওয়ানডেটি ৭ উইকেটে হেরে যাওয়ায় সিরিজ নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। এমন সিরিজ হার মুশফিকুর রহিমের কাছে হতাশার হলেও বাংলাদেশ দলের সাম্প্রতিক উন্নতি প্রশ্নের মুখে পড়ছে না বলেই মনে করেন তিনি।

শ্রীলঙ্কা এক ম্যাচ হাতে রেখে গতকাল ২-০ তে নিশ্চিত করেছে সিরিজ। টস জিতে ব্যাট করে বাংলাদেশ মূলত ২৩৮ রানের সংগ্রহ পেয়েছে মুশফিকের ব্যাটে ভর করে। ৯৮ রানের অপরাজিত এক ইনিংসের পরও হতাশা ঝরলো উইকেটকিপার ব্যাটসম্যানের কণ্ঠে, ‘হারটা সব সময়ই হতাশাজনক। আমি যত রানই করি না কেন। বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে নিজেদের আলাদাভাবে তুলে ধরার একটা সুযোগ ছিল। যে উন্নতি আমরা বিগত বছর গুলোতে করেছি তা প্রমাণের সুযোগ ছিল এখানে। শেষ দুই ম্যাচে হয়তো প্রত্যাশা পূরণ হয়নি। তাই বলে ৫ থেকে ৭ বছরে যে উন্নতিটা করেছি, তা শেষ হয়ে যায়নি।’

৮ উইকেটে ২৩৮ রান এসেছে মূলত মুশফিক আর মিরাজের দৃঢ়চেতা ব্যাটিংয়ে। ২ রানের জন্য সেঞ্চুরি মিস হলেও আক্ষেপ নেই মুশফিকের। তবে সে সময় আলাদা পরিকল্পনা ছিল বলে জানালেন তিনি, ‘আমি সে সময় দলের স্কোরটা ২৫০ রানের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে ছিলাম। যা তাড়া করতে হয়তো কঠিনই হয়ে যেত। আমি স্ট্রাইক ধরে রাখতে চেয়েছিলাম বার বার। তাই সেঞ্চুরি পাইনি বলে সেটা কোনও বিষয় না আমার কাছে।’

সিরিজ হারায় পরের ম্যাচ অবশ্যই জিততে চায় বাংলাদেশ। কারণটা জানালেন মুশফিক, ‘আমাদের লক্ষ্য এখন পরের ম্যাচে। কারণ এটা এখন আত্মসম্মানের বিষয়।’

Previous articleমোশাররফ করিম যখন ‘কিং’
Next articleলালপুরে পদ্মা নদী ভাঙ্গন রোধে বাঁধ র্নিমাণ শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here