
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধা কুলসুম বেওয়া (৭৫) কে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখরা এলাকার বিভিন্ন বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন।
গত ২৫অক্টোবর রাতে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে নিজ জামাতার সাথে অনৈকিত সম্পর্কের অপবাদ দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগমকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায় অভিযুক্তরা।
গুরুদাসপুরে বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতন
খবর পেয়ে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করলেও উল্টো নির্যাতিতার বিরুদ্ধেই গণ উপদ্রবের মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে জামিনে মুক্তি দিলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে ।
এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আলম, নারনবী, উজ্জল, বাবু, লিটন, আজাদুল, কমেদ আলী, চান মিয়া ও আজাদুল ফকিরকে গ্রেফতার করে।
