Home শিরোনাম সেই লায়লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিমন্ত্রী পলক

সেই লায়লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিমন্ত্রী পলক

678
0

নিজস্ব প্রতিবেদক:
অসহায় সেই লায়লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ সহ বিভিন্ন সংগঠন। শনিবার দুপুরে লায়লার পরিবারের করুন পরিস্থিতি নিয়ে নাটোর থেকে প্রকাশিক অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজ ডট কম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়ে।

বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নজরে আসলে বিকেলেই তার ব্যক্তিগত সহকারী রাকিবুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের লায়লার বাড়িতে পাঠায়। এসময় প্রতিমন্ত্রী তাৎক্ষনিক ভাবে লায়লার পিতা শাহাদুল ইসলাম ওরফে হাদুর চিকিৎসার জন্য চার হাজার টাকা তুলে দেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী।

এসময় লায়লার বাবার সার্বিক খোঁজ খবর নেন এবং পড়ালেখা অব্যাহত রাখতে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। এসময় সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, নতুন সময় টিভির সাংবাদিক রবিন খান, চ্যানেল এসের সাংবাদিক আবু সাইদ সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদটি নজরে আসার পর নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোকে লায়লার পরিবারের খোঁজখবর এবং ১০হাজার টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন। এছাড়া নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ বিভিন্ন সংগঠন লায়লার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলামিন সরকার জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জেলা প্রশাসকের নির্দেশক্রমে রবিবার (২জুন) লায়লার পরিবারকে ইউএনও অফিসে আসতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ১০হাজার এবং উপজেলার নির্বাহী অফিসারের তহবিল থেকে ১০হাজার টাকা অনুদান দেওয়া হবে। তাছাড়া মেয়েটির লেখাপড়া যাতে বন্ধ না হয় সেজন্য প্রতিমন্ত্রী পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এরআগে নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকন্দি গ্রামের শাহাদুল ইসলাম ওরফে হাদু প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়েছেন। তার দুই কন্যা সহ মোট চারজনের পরিবার। শাহাদুলের পরিবার চলে তার উপার্জনে। সারা দিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই চলতো পরিবারের চাহিদা। কিন্তু গত তিন মাস ধরে হঠাৎ করে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী পড়ায় বন্ধ হয়ে গেছে সকল আয় উপার্জন। বড় মেয়ে মেধাবী লায়লার পড়াশুনাও বন্ধের পথে। এনিয়ে নাটোর থেকে প্রকাশিক অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজ ডট কম ‌’উপার্জনের একমাত্র ব্যক্তি শয্যাশায়ী: উচ্চ শিক্ষার পথ কি বন্ধ হবে লায়লার? এমন সংবাদ প্রকাশ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে অনেকেই অসহায় লায়লার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

Previous articleএরা দাদান ব্যবসায়ী, টাকা দেয় মাদকে!
Next articleবড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মেয়ে নিহত: আহত একই পরিবারের ৪ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here