Home নাটোর সদর স্কুলে মদ্যপানের অভিযোগে ৬ শিক্ষার্থী বহিস্কার

স্কুলে মদ্যপানের অভিযোগে ৬ শিক্ষার্থী বহিস্কার

27
0
মদ্যপানে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক:
স্কুলে মদ্যপান করার অভিযোগে নাটোরের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর বহিষ্কার নিয়ে অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, সোমবার স্কুল চলাকালীন সময়ে নতুন ভবনের তৃতীয় তলার অব্যাবহৃত সিঁড়িতে বসে মদ্যপান করছিল অষ্টম শ্রেণির ৬ শিক্ষার্থী। খবর পেয়ে শিক্ষকরা তাদের হাতেনাতে ধরে ফেলে। কিন্তু বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষকরা সম্মিলিত সিদ্ধান্তে তাদের টিসি প্রদান করা হয়।

এনিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আবার অন্য অভিভাবকরা শিক্ষকদের সিদ্ধান্তে সমর্থন জানায়।

উদ্ভুত পরিস্থিতিতে স্কুল প্রধান বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে অবহিত করলে তিনি আপাতত ওইসব শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার পরামর্শ দেন।

 

Previous articleস্কুল কমিটির সভাপতি হাতে শিক্ষক লাঞ্চিত!
Next articleঅনড় দুই দল: বিএনপি অফিসের সামনে থেকে ইট সরিয়েছে পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here