
লালপুর: লালপুরে ৯নং এবি ইউনিয়নে বহরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক খন্দকার মোঃ ফরহাদ হোসেন বিদ্যালয়ে কয়েকদিন না আসায় উক্ত বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ এর সিদ্ধান্ত মোতাবেক সহকারী শিক্ষক মো:ফরহাদ হোসেনের বেতন কর্তন করলে, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল) কে বেতন কর্তনের বিষয়টি অবগত করেন।
এমপি মহোদয় স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদকে মোবাইল ফোনের মাধ্যমে সহকারি শিক্ষক ফরহাদ হোসেনের বেতন কর্তন না করার জন্য অনুরোধ করেন।
রবিবার ২১ মে দুপুর ২টার দিকে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদ বলেন তুমি এমপি মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছ কেন এমপি আমাকে ফোন দিয়েছিল আমি এমপির কথা শুনবো না আমি স্কুল কমিটির সভাপতি তোমার বেতন কর্তন করব।
এই বলে সহকারি শিক্ষক ফরহাদ হোসেনকে খারাপ ভাষায় গালাগালি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উক্ত বিদ্যালয়ের অফিস রুমে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সামনে উক্ত বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ ও তার চাচা গেটম্যান দীন মোহাম্মদ সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে চেয়ার তুলে মারধর করেন এবং উক্ত বিদ্যালয় হইতে বের করে দেয়।
এতে বিদ্যালয়ের আশপাশের বসবাসরত বর্তমান ও সাবেক ছাত্ররা উত্তেজিত হয়ে উক্ত বিদ্যালয়ের মধ্যে ঢুকে স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদকে মারধরের চেষ্টা করলে রাজু আহমেদ দৌড়ে গিয়ে অফিস কক্ষে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেয়। পরে লালপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।
