
নিজস্ব প্রতিবেদক:
করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তমাল হোসেন।
শনিবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে তিনি সুস্থ রয়েছেন। দ্রুত করোনা যুদ্ধে জয়ী হয়ে আবার যেন কর্মস্থলে ফিরতে পারেন সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এরআগে করোনায় আক্রান্ত হন ইউএনও তমাল হোসেনের স্ত্রী জান্নাতুল মাওয়া।
ইউএনও তমাল হোসেন জানান, গত বুধবার তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে তিনি ও তার স্ত্রী সুস্থ রয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, জেলায় নতুন করে ইউএনও তমাল হোসেন সহ আরও ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ২৯৫জন করোনায় আক্রান্ত হলেন।
উল্লেখ্য, এরআগে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু হাসান করোনায় আক্রান্ত হন। পরে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
