
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
দাম্পত্য কলহে স্বামীর প্রতি অভিমানে বাছিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার দাড়ি সাতইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্বামী মোঃ আব্দুল হাই বিশুর সাথে পারিবারিক জের ধরে শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে বাড়ির সকলের অজান্তে ফাস নিয়ে আত্নহত্যা করে বাছিয়া খাতুন। সকালে ঘুম থেকে উঠে বাছিয়া কে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে বাড়ির আশে পাশের লোকজন এসে মরদেহ নামিয়ে থানায় সংবাদ দিলে বড়াইগ্রাম থানা এসআই শহীদ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
