
নিজস্ব প্রতিবেদকঃ
আত্রাই নদীর পানির প্রবল স্রোত এখনও কমেনি সিংড়ার শোলাকুড়া ভাঙ্গন এলাকায়। তীব্র স্রোতের কারনে বিলিন হয়ে গেছে ৮টি বাড়ি। হুমকির মুখে রয়েছে আরও ১০টি বসতঘর।
তবে তীব্র স্রোতের কারনে জিও ব্যাগ ফেলতে বেগ পেত হচ্ছে শ্রমিকদের।
শুক্রবার (২রা অক্টোবর) আত্রাই নদীর পানি কমে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তীব্র ভাঙ্গন অব্যাহত রয়েছে।
শোলাকুড়া মহল্লায় গিয়ে দেখা যায়, মহল্লার জহুরুল, জহির, কুদ্দুস, রহিম, সফের, বাবলু, মতলেব, শাজাহান, শামিম সহ ৮জনের বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব মানুষ নির্বাক হয়ে নদীর পাড়ে বসে আছেন। যারা সম্ভব আসবাবপত্র, তৈজসপত্র, মালামাল ভ্যানযোগে অন্যত্র সরিয়ে নেয়ার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকেই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় ভাঙ্গন রোধে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ভাঙ্গন রোধে জিও ব্যাগ তৈরীর কাজ করছেন। বিকেল এই এলাকা পরিদর্শনে আসবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুর পর্যন্ত দুই শতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ব্যক্তিগত পক্ষ থেকে ভাঙ্গন কবলিত মানুষের মধ্যে সকাল ও দুপুরে খাবার বিতরণ করা হয়েছে।
