
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মহাদেবপুর থেকে হত্যা, ডাকাতি সহ ১৬মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান ওরফে শান্ত ওরফে বিপ্লবকে দুটি ওয়ান শুটারগান ও এক রাউন্ডগুলিসহ গ্রেফতার করেছে নাটোর র্যাব।
গতরাতে অভিযান চালিয়ে মহাদেবপুর উপজেলার অজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, আতাউর রহমান অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল।
গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা এসময় দুটি ওয়ান শুটারগান ও এক রাউন্ডগুলিসহ শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান কে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫ টি ডাকাতি, ১ টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ মোট ১৬টি মামলা রয়েছে।
